বিআরটিসি চেয়ারম্যানের নিকট ডিজাইন হস্তান্তর

প্রতিযোগিতা থেকে প্রাপ্ত বিজয়ী ডিজাইনগুলোসহ বাছাইকৃত মোট ৯টি ডিজাইন বি-স্ক্যান ও এসাব এর পক্ষ থেকে গত ১১ জুন, ২০১৩ বিআরটিসি চেয়ারম্যান জনাব জসীম উদ্দিন আহমেদ এর হাতে তুলে দেয়া হয়।

BRTC Design handover.

বাদিক থেকে বিআরটিসি এর চেয়ারম্যান, বি-স্ক্যান সাধারণ সম্পাদক, বি-স্ক্যান সদস্য মোঃ আব্দুল হান্নান এবং মোঃ মহিদুল ইসলাম।

তিনি খুব শীঘ্রই বাসে র‌্যাম্পযুক্তকরণ সংক্রান্ত একটি কমিটি গঠনের এবং যেহেতু হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির সমস্যা একমাত্র তিনিই ভালো বুঝবেন এ উপলব্ধি থেকে কমিটিতে একজন হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তির মতামত প্রাধান্য দেয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বি-স্ক্যান সাধারণ স¤পাদক, সালমা মাহবুব, এডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান শাহিন, বি-স্ক্যান সদস্য মোঃ মহিদুল ইসলাম ও আশরাফুল।

Demo

Demo

Excerpts are optional hand-crafted summaries of your content that can be used in your