Project, Details
স্বকর্ম সংস্থান
বিভিন্ন ব্যক্তির দেয়া যাকাত ফান্ড এবং আর্থিক সহযোগিতা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে স্বনির্ভর
করার লক্ষ্যে এই অর্থ প্রদান করা হয়ে থাকে। এ পর্যন্ত যারা এই সহযোগিতা পেয়েছেন–
২০১৩
৩০ ২০১৩ আগস্ট রাজশাহীর কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক ১০টি হিয়ারিং এইড ও বেশ কিছু সহায়ক উপকরণের আবেদনের প্রেক্ষিতে দু’জন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে হিয়ারিং এইড দেয়া হয়েছে। লিয়ন ইন্টার ন্যাশনালের সহযোগিতায় রাজশাহীতে এই ১০ জনের শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির হিয়ারিং টেস্টই নেয়া হয়েছে। তবে বাকী ৮ জনের হিয়ারিং এইড ও অন্যান্য উপকরণের ফান্ড যোগার হলেই সেগুলোও পৌছে দেয়া হবে।
২১ আগস্ট, ২০১৩ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত ডিজেবল্ড রাইটস অরগানাইজেশন অব কিশোরগঞ্জ (ডিআরওকে) প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করণের লক্ষ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছে। তাদের আবেদনের প্রেক্ষিতে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।
৪, জানুয়ারী কাপ্তাই নিবাসী শারীরিক প্রতিবন্ধী উম্মে সালমা কে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে নেবার লক্ষ্যে একটি ল্যাপটপ প্রদান করা হয়।
২০১২
১৪ ডিসেম্বর,আগ্রাবাদের শান্তিবাগস্থ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ইশতিয়াক আলম রাফির মা গোলজার বেগমের আবেদনের প্রেক্ষিতে তার বাবা জাহাঙ্গির আলম এর ব্যবসার উদ্দেশ্যে বি-স্ক্যান এর যাকাত ফান্ড হতে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়। [যাকাত ফান্ড]
২০১১
২৩ ডিসেম্বর, মোঃ আরিফ জন্মগতভাবে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। ভালভাবে হাঁটতে পারেন না, ডান হাতেও কিছুটা সমস্যা আছে। চট্টগ্রামের আনোয়ারা থানার আরিফ অনেক কষ্টে পঞ্চম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছেন। দূরত্বের কারণে আর বেশিদিন পড়া হয় নি। তাকে স্বনির্ভর করার লক্ষ্যে বি-স্ক্যান থেকে ১০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। [যাকাত ফান্ড]
২৪ অক্টোবর, চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারস্থ এলাকার অধিবাসী শারীরিক প্রতিবন্ধী মোঃ জসিমকে আত্নকর্মসংস্থানের লক্ষ্যে দশ হাজার টাকা প্রদান করা হয়।
১৫ জুলাই, ২০১১ শারীরিক প্রতিবন্ধী আফিয়া আক্তার লাকী, বি-স্ক্যান এর স্বনির্ভর প্রকল্পের আওতায় নিজস্ব একটি ব্যবসা শুরু করার লক্ষ্যে আর্থিক সহায়তা হিসেবে তার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেয়া। [যাকাত ফান্ড]
১০ জুলাই, ২০১০ দিনাজপুরের ঘোড়াঘাটের দুইজন প্রতিবন্ধী কন্যার বাবা ওয়াজেদ মিয়ার হাতে বি-স্ক্যানের পক্ষ থেকে আমারব্লগের ব্লগার এবং বি-স্ক্যান সদস্যদের আর্থিক সহায়তায় ৩০ হাজার টাকা দিনাজপুরের জেলা প্রশাসকের মাধ্যমে তুলে দেয়া হয়। [আমারব্লগ এর কিছু ব্লগারবৃন্দ]
২০১০
২১ নভেম্বর, রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সহায়তায় দুইজন প্রতিবন্ধী শিশুর পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়। [রোটারি ক্লাব]
২২ জুলাই, ২০১০ টাইফয়েডে শারীরিক প্রতিবন্ধী হয়ে যাওয়া এক অসহায় মা তাঁর দুটি সন্তানকে নিয়ে ভালভাবে বেঁচে থাকার জন্য ভিক্ষার বদলে স্বনির্ভর হতে চেয়েছিলেন, প্রথম আলোর ছুটির দিনে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে এই খবরটি জানতে পেরে বি-স্ক্যান এর পক্ষ থেকে কোহিনুর বেগমকে একটি দোকান করার উদ্দেশ্যে বি-স্ক্যান এর যাকাত ফান্ড থেকে ১০ হাজার টাকা দেয়া হয় । [যাকাত ফান্ড]