প্রতিবন্ধী নারীদের জন্য মাসিক স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব আনতে উদ্ভাবকদের আহ্বান জানানো হচ্ছে, যা টেকসই প্রভাব ফেলতে পারে।
প্রতিবন্ধী নারীদের জন্য মাসিক স্বাস্থ্যব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন আনতে ওয়াটারএইড বাংলাদেশ এবং কিম্বার্লি ক্লার্ক এর সহযোগিতায় প্রতিবন্ধী নারীদের নেতৃত্বে পরিচালিত সংগঠন বি-স্ক্যান (B-SCAN) এক উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করেছে।
এই প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীল, অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য, নিরাপদ ও টেকসই স্যানিটারি পণ্য ডিজাইন আহ্বান করা হচ্ছে।
আমরা যুব উদ্ভাবক, পণ্য ডিজাইনার, প্রকৌশলী, শিক্ষার্থী, স্টার্টআপ এবং প্রতিবন্ধী অধিকারকর্মীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পাশাপাশি সেই জনগোষ্ঠীর মুখে হাসি ও স্বস্তি আনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
এই প্রতিযোগিতার লক্ষ্য হলো গুরুতর প্রতিবন্ধী নারীদের জন্য—যেমন হুইলচেয়ার ব্যবহারকারী, দৃষ্টিপ্রতিবন্ধী নারী, সেরিব্রাল পালসি নারীসহ বিভিন্ন প্রতিবন্ধী বা অপ্রতিবন্ধী নারীদের জন্য উপযোগী, আরামদায়ক, সাশ্রয়ী, নিরাপদ এবং সহজলভ্য স্যানিটারি পণ্য উদ্ভাবন করা।
সকল প্রকার আইনানুগ করসহ
সকল প্রকার আইনানুগ করসহ
সকল প্রকার আইনানুগ করসহ
বিজয়ী দলসমূহ ওয়াটারএইড বাংলাদেশ এবং বি-স্ক্যান এর পক্ষ থেকে তাদের উদ্ভাবিত পণ্য উন্নয়ন ও প্রচারের জন্য পুরস্কারের অর্থসহ ৩ মাসব্যাপী উপদেশমূলক সহায়তা পাবে।
রেজিস্ট্রেশন ও প্রাথমিক বাছাই
(১০ এপ্রিল ২০২৫ – ২৮ এপ্রিল ২০২৫)
প্রতিবন্ধী অধিকারকর্মী, মাসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, স্বাস্থ্য পেশাজীবী এবং বিপণন বিশেষজ্ঞদের সমনয়ে গঠিত জুরি বোর্ড শীর্ষ ১৫টি ধারণা নির্বাচন করবে।
ধারণা উপস্থাপন ও শীর্ষ ৫ নির্বাচন
(২৯ এপ্রিল ২০২৫ – ৪ মে ২০২৫)
এই পর্বে একটি দিনব্যাপী পিচ সেশন আয়োজন করা হবে, যেখানে প্রাথমিকভাবে নির্বাচিত ১৫টি দল তাদের ধারণা উপস্থাপন করবে। জুরিদের সামনে উপস্থাপনার ভিত্তিতে শীর্ষ ৫টি দলকে চূড়ান্ত রাউন্ডে উন্নীত করা হবে।
প্রোটোটাইপ পরীক্ষা ও বিজয়ী নির্বাচন
(৫ মে ২০২৫ – ২৮ মে ২০২৫)
শীর্ষ ৫টি দল তাদের ধারণার প্রোটোটাইপ তৈরি করে তা প্রতিবন্ধী নারীদের একটি প্যানেলের মাধ্যমে ব্যবহারিকতা ও প্রবেশগম্যতা যাচাইয়ের জন্য উপস্থাপন করবে।
একটি অর্ধদিবসীয় কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন ও উন্নয়ন করা হবে।
চূড়ান্ত ৫টি দলকে তাদের প্রচেষ্টা ও অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হবে।
শীর্ষ ৩টি দলকে মেনস্ট্রুয়াল হাইজিন দিবস ২০২৫-এ পুরস্কার প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ এপ্রিল ২০২৫ – ২৮ এপ্রিল ২০২৫
এখানে ক্লিক করুনআরও জানতে কল দিন ০১৬০০২৭৭৪৬৯